আনোয়ার হোসেন
গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ)
"আমার দেশ, আমার মাটি—গাছ লাগিয়ে করব খাঁটি" এই স্লোগানকে সামনে রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে গোমস্তাপুর উপজেলা কৃষকদলের আয়োজনে রাধানগর ইউনিয়নের মাসনাতলা বিশ্বাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাধানগর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মুসিদুর ডাক্তার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক তসিকুল ইসলাম তোসি।
বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব দূরুল হোদা, গোমস্তাপুর উপজেলা কৃষকদলের সভাপতি আনারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (সেন্টু)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাধানগর কৃষকদলের সহ-সভাপতি আনারুল ইসলাম, রাধানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম নবাব (মাস্টার), যুবদলের আহ্বায়ক মবিন, সদস্য সচিব আলমগীর হোসেন, রহনপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি জোহরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, পার্বতীপুর কৃষকদলের সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান।
এ সময় বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক নন, তিনি ছিলেন একটি আদর্শ, যিনি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শকে সামনে রেখে পরিবেশ রক্ষায় গাছ লাগানোর মত মহৎ উদ্যোগ কৃষকদলের নেতাকর্মীরা ধারাবাহিকভাবে পালন করছে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।