অন্যান্য

গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে জমি জমা বিরোধ কে কেন্দ্র করে বাড়ি ঘর ভাঙচুর , লুটপাট ও আগুন

  প্রতিনিধি 29 October 2024 , 6:02:07 প্রিন্ট সংস্করণ

আনোয়ার হোসেন,

গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি জমা বিরোধ কে কেন্দ্র করে বাড়ি ঘরে আগুন ও লুটপাট বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর ভুক্তভোগী মজিদ বাদি হয়ে গোমস্তাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছে। এবং ঐ ঘটনায় পুলিশ দুই জন কে আটক করেছে। ঘটনার বিবরন ও থানার এজাহার সুএে জানা যায়।মজিদ উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কালিনগর মৌজায় ২.৭৭০০ মোট জমি ওয়ারেনশন সূত্র জমি পেয়ে ভোগ দখল করে আসছিল। কিন্তু বিবাদী পক্ষ সেই জমি তাদের দাবি করে। পরে মজিদ চাঁপাইনবাবগঞ্জ আদালতে মামলা করলে মামলার রায় তার পক্ষে প্রদান করেন। পরবর্তীতে সে জমিতে যাওয়ার চেষ্টা করলে তারা সোমবার রাত আট টায় বিবাদী গণ সমির আলি সহ ১৫ – ২০ জনের দল দেশীয় অস্ত্র সুসজ্জিত হয়ে মজিদের বাড়িতে হামলা চালাই। পরে মজিদ ভয় পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে বেচে যায় তখন তার ছেলের বউ কুলসুম কে শারীরিক নির্যাতন ইজ্জত হানি করার চেষ্টা করে ও তার স্বামীর পেয়ারার ব্যবসার টাকা ১ লক্ষ ও একটি এল এ ডি টিভি লুট করে নিয়ে যায় এবং যাওয়ার সময় বাড়িঘরে আগুন ধরিয়ে দিয়ে যায় সন্ত্রাসীরা । তখন তাদের চিৎকারের গ্রামবাসীরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায় গ্রামবাসীর প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

ঘটনার পর মজিদ বাদি হয়ে গোমস্তাপুর থানায় মামলা করেন। মামলা নং ১৪ তারিখ ২৭- ১০-

২০২৪, তদন্ত কর্মকর্তা এস আই আতিক জানান

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারে উল্লেখিত আসামি শরিফ উদ্দিন কে আটক করে আদালতে প্রেরণ করে । তদন্ত অব্যাহত আছে বাকি আসামি অচিরে আটক করে আদালতে প্রেরণ করা হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ