প্রতিনিধি 23 October 2024 , 2:04:59 প্রিন্ট সংস্করণ
আনোয়ার হোসেন,
গোমস্তাপুর উপজেলা
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা প্রশাসন ও
মৎস্য অধিদপ্তর কর্তৃক পূর্ণভবা নদীতে অবৈধ জাল অপসারণে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আজ বুধবার(২৩অক্টবর) দুপুরে পুর্নভবা নদীতে বাংলাদেশ পুলিশ ও বিজিবি’র যৌথ সহযোগিতায় ১৫ টি চায়না জাল, ১ টি সুতি জাল জব্দ করে তা সরজমিনে পুড়িয়ে দেওয়া হয়। সেগুলোর আনুমানিক মূল ১ লক্ষ ৭৫ হাজার টাকা।অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা,এ সময় উপস্থিত ছিলেন, গোমস্তা পুর উপজেলার মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, ভোলাহাট উপজেলার মৎস্য কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা নাসির উদ্দিন, রহনপুর সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার, গোমস্তাপুর থানার পুলিশের উপপরিদর্শক কালামসহ অন্যান্য সদস্যরা।
এ বিষয়ে গোমস্তাপুর উপজেলার নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা জানান জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।