প্রতিনিধি 27 May 2025 , 7:51:28 প্রিন্ট সংস্করণ
আনোয়ার হোসেন
গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষন সীমান্তে ১৭ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৭ মে) দুপুরে সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। পরে তাদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়।
গোমস্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই চলছে। প্রমাণিত হলে তারা বাংলাদেশি নাগরিক, তবে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, আটককৃতরা দাবি করেছেন, তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলায়। তিনি বলেন, “তাদের দেওয়া তথ্য যাচাই করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
বর্তমানে ওই ১৭ জনকে রহনপুর জেলা পরিষদ ডাকবাংলোয় রাখা হয়েছে। তাদের থাকা-খাওয়ার এবং প্রাথমিক সেবার ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।