অন্যান্য

গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  প্রতিনিধি 14 May 2025 , 8:22:52 প্রিন্ট সংস্করণ

আনোয়ার হোসেন উপজেলা প্রতিনিধি, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উদযাপিত হলো গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (১৩ মে ২০২৫) বিকেল সাড়ে পাঁচটায় রহনপুরের স্টার ফুড মিনি চাইনিজ রেস্টুরেন্টে এ উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আলিনগর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম, বাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, রাধানগর ইউপি চেয়ারম্যান মো. মতিউর রহমান এবং রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম সোহরাব।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। তারা সঠিক তথ্য তুলে ধরে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই দেশের স্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমেদ, রহনপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুন নাহিদ, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ, গোমস্তাপুর স্মার্ট প্রেসক্লাবের সভাপতি ডা. আব্দুল ওয়াদুদ ও সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম।

এছাড়াও গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাবুল হক, অর্থ সম্পাদক কাওসার আলী, সহ-সভাপতি আপেল মাহমুদ, সদস্য মিলন হোসেন, দুলাল হোসেন, আব্দুল ওয়াদুদ হাসান, আল মামুনসহ বিভিন্ন সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে কেক কেটে প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ