নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার্স-
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কাটাখালি এলাকায় সুশীল সরকার (৪৮) নামে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সে চরমপন্থী দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে কাটাখালি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুশীল সরকার উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের মৃত মনিন্দ্র নাথ সরকারের ছেলে। তাঁর বিরুদ্ধে তিনটি অস্ত্র ও দুটি হত্যা মামলা রয়েছে বলে জানাযায়।
নিহতের ছোট ভাই সুনিল সরকার জানান, আমি জামতলা থেকে যাওয়ার সময় পথিমধ্যে সবাই আমাকে জানায় আমার ভাইকে মারছে। আমি দ্রুত ঘটনা স্থলে গেলে কাটাখালি মোড়ের ইমদাদুলের চায়ের দোকানের পাশে পরে থাকতে দেখি এবং তৎক্ষনাৎ তাঁকে রিক্সায় তুলে
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, আমি ফোনে হত্যা কান্ডের ঘটনা শুনে তৎক্ষনাৎ সেখানে ছুটে যাই। সেখান থেকে হাসপাতালে এসে তাঁকে মৃত দেখতে পাই। যতদুর শুনেছি সে চরমপন্থী দলের সদস্য ছিল এবং আমরা ধারণা করছি দলের অভ্যন্তরিন কন্দলে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। তাঁর গলায় ছুরির আঘাত রয়েছে এবং
বাম পাশে কোমরের ওপরে তলপেটে গুলির চিহ্ন রয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার আসল কারণ জানা যাবে। কে বা কারা হত্যা করেছে জানা যায়নি তবে তদন্ত্র চলমান রয়েছে।