আন্তর্জাতিক

গোল্ডেন ভিসা দিচ্ছে আরব আমিরাত

  প্রতিনিধি 30 January 2025 , 1:07:53 প্রিন্ট সংস্করণ

নিউজ ডেস্ক

 

সংযুক্ত আরব আমিরাত গোল্ডেন ভিসার এখন নতুন তিনটি ক্যাটাগরি অন্তর্ভুক্ত করেছে। এই নতুন উদ্যোগের মাধ্যমে বিশেষত শিক্ষা, গেমিং ও বিলাসবহুল জীবনযাত্রার ক্ষেত্রে আমিরাতে দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ পাবেন।আমিরাতের জ্ঞান ও মানব উন্নয়ন কর্তৃপক্ষ (কেএইচডিএ) ২০২৪ সালের অক্টোবরে শিক্ষকদের জন্য গোল্ডেন ভিসা চালু করেছে। এই ভিসা বেসরকারি শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা শিক্ষকদের দেওয়া হবে। ১০ বছরের পুনর্নবীকরণযোগ্য এই ভিসার আওতায়, শিক্ষকরা তাদের পরিবারের সদস্যদেরও স্পনসর করতে পারবেন।

 

 

➡️গেমিং ভিসা

 

 

দুবাইয়ের গেমিং এবং ই-স্পোর্টস শিল্পকে উৎসাহিত করতে ‘দুবাই গেমিং ভিসা’ চালু করা হয়েছে। এটি দুবাই প্রোগ্রাম ফর গেমিং- ২০৩৩ এর অধীনে গেমিং শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দেওয়া হবে। গেমিং ভিসার আওতায় আসা ব্যক্তিরা দুবাইকে গেমিং ও ই-স্পোর্টসের বিশ্বমানের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করবেন।

 

 

🔴বিলাসবহুল ইয়ট মালিকদের জন্য গোল্ডেন ভিসা

 

 

আবু ধাবি কর্তৃপক্ষ ‘আবু ধাবি গোল্ডেন কুয়ে’ উদ্যোগের আওতায় বিলাসবহুল ইয়ট মালিকদের জন্য ১০ বছরের গোল্ডেন ভিসা প্রদান শুরু করেছে। ৪০ মিটার বা তার চেয়ে বড় ব্যক্তিগত ইয়টের মালিকরা এ ভিসার জন্য যোগ্য। এছাড়া, ইয়ট নির্মাণ সংস্থার শেয়ারহোল্ডার, সিইও ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মীরা এই সুবিধা পেতে পারেন। তথ্য: আরব নিউজ।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ