প্রতিনিধি 8 March 2025 , 2:06:04 প্রিন্ট সংস্করণ
মোঃইকরামুল হোসেন
জেলা প্রিতিনিধি মাগুরা
মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ৭ নং পলাশবাড়ীয়া ইউনিয়নের বলরামপুর গ্রামের বাসিন্দা মোঃমহুবার মোল্লার বাড়ির চার পাশে প্রচন্ড শিয়ালের প্রভাব শিয়ালের এই অত্যাচার হতে রক্ষা পেতে তৈরি করেন শিয়াল ধরার ফাঁদ সেই ফাঁদেই ধরা পড়লো একটি বাঘ বাঘটি ধরা পড়ার কথা শুনে অনেকেই অনেক জায়গা থেকে ছুটে আসেন ঘটনাস্থানে বাঘ টি কে দেখার জন্য । বাঘটি দেখেই যেন আতঙ্কিত হয়ে ওঠে এলাকাবাসী। সবার মনে একই প্রশ্ন? এটা কোন জাতের বাঘ হতে পারে? অনেক সময় যাচাই-বাছাই করে মেসোবাঘ বলে নিশ্চিত করেন এলাকাবাসী তাদের সন্দেহ এই এলাকায় আরো বাঘের দেখা মিলতে পারে বলে জানান গ্রামবাসী এই বাঘের আতঙ্কে বুকে বাসা বেধেছে অত্র এলাকার শিশু কিশোর যুবক বৃদ্ধসহ আশপাশের এলাকাবাসীর উক্ত ঘটণাকে কেন্দ্র করে এলাকা বাসীরা জানান যে প্রায় সময় আমাদের হাস মুরগী বা ছাগরের ছানা পাওয়া যায় না আমরা অনেক খোজাখুজি করার পর কিছু প্রাণীর হাড় বা লোম পেয়ে থাকি, আমাদের ধারণা ছিল যে শিয়াল বা বন বিড়াল এগুলো করছে তবে আজ আমাদের ধারনা পাল্টে গেলো তারা আজ থেকেই দিন কাটাচ্ছে মনে আতঙ্ক নিয়ে উক্ত ঘটনা কে কেন্দ্র করে এলাকাবাসী মোঃ মহুবার মোল্লাকে অত্যন্ত আনন্দের সহিত ধন্যবাদ জানান কারণ মহুবার মোল্লার শিয়াল মারা ফাঁদেই ধরা পরল এই বাঘ এথেকে সতর্ক এলাকাবাসী , এলাকাবাসী বাঘটি কে প্রথমত আতঙ্ক নিয়ে লাঠি পেটা করতে যায় পরবর্তীতে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গরা এসে সকলকে বলেন তোমরা এভাবে দেশের সম্পদ নষ্ট করতে পারো না , তাকে কারো কারো মতামতে বন অধিদপ্তর কর্মীদের খবর দেওয়ার সিদ্ধান্ত হয় এসময় আবার কারো কারো মতামতে বাঘটির প্রাণ বাঁচাতে সেখান থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়,তারা সিদ্ধান্ত নেন ছেড়ে দিবে বলে
তাই গ্রামবাসী গণ্যমান্য ব্যক্তির কথা শুনে বাঘটি কে পালানোর সুযোগ দেয় বা ছেড়ে দেয়, গণ্যমান্য ব্যক্তিগণের বক্তব্য সকলেই সাবধানতা অবলম্বন করে সামনের পথ চলতে হবে এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ আরো জানান দেশের সম্পদ রক্ষা করো দেশকে ভালোবাসো দেশ আমার আপনার সকলের আসুন দেশের সম্পদ রক্ষা করি মাদক মুক্ত সমাজ গড়ি