মোঃ ইকরামুল হোসেন,
ক্রাইম রিপোর্টার,
মাগুরা জেলা প্রতিনিধি।
মাগুরাই মেসোবাঘ আটক
মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বালিদীয়া ইউনিয়নের মৌসা গ্রামে এক বাসিন্দা। তার বাড়ির চার পাশে প্রচন্ড শিয়ালের প্রভাব। শিয়ালের প্রচন্ড অত্যাচার হতে রক্ষা পেতে তৈরি করেন শিয়াল ধরার ফাঁদ। সেই ফাঁদেই ধরা পড়ে গেল একটি বাঘের বাচ্চা!!বাঘের বাচ্চাটি ধরা পড়ার কথা শুনে অনেকেই অনেক জায়গা থেকে ছুটে আসেন ঘটনাস্থানে। বাচ্চাটি দেখেই যেন আতঙ্কিত হয়ে ওঠে এলাকাবাসী। সবারই মনে একই প্রশ্ন? এটা কিসের বাচ্চা হতে পারে? অনেক সময় যাচাই-বাছাই করে মেসোবাঘ বলে নিশ্চিত করেন এলাকাবাসী !! এই এলাকায় আরো বাঘের দেখা মিলতে পারে বলে জানান গ্রামবাসী এই বাঘের আতঙ্কে দিন কাটাচ্ছেন অত্র এলাকার শিশু কিশোর যুবক বৃদ্ধসহ আশপাশের এলাকাবাসী উক্ত ঘটণাকে কেন্দ্র করে এলাকা বাসীরা জানান যে প্রায় সময় আমাদের হাস মুরগী বা ছাগলের ছানা পাওয়া যায় না আমরা অনেক খোজাখুজি করার পর কিছু প্রাণীর হাড় বা লোম পেয়ে থাকি, আমাদের ধারণা ছিল যে শিয়াল বা বন বিড়াল এগুলো করছে তবে আজ আমাদের ধারনা পাল্টে গেলো তারা আজ থেকেই দিন কাটাচ্ছে মনে আতঙ্ক নিয়ে উক্ত ঘটনা কে কেন্দ্র করে এলাকাবাসী মোঃ সুমন মিয়াকে অত্যন্ত সহিত ধন্যবাদ জানান কারণ সুমন মিয়ার শিয়াল মারা ফাঁদেই ধরা পরল এই বাঘের ছানা, এলাকাবাসী বাঘের ছানাটাকে প্রথমত আতঙ্ক নিয়ে লাঠিপেটা করে আহত করে পরবর্তীতে তাকে সাময়িক চিকিৎসা দিয়ে সুস্থ করার পর তাকে কারো কারো মতামতে বন অধিদপ্তর কর্মীদের খবর দেওয়ার সিদ্ধান্ত হয় সময় বাঘের ছানাটি প্রাণ বাঁচাতে সেখান থেকে পালানোর সুযোগ দেন এলাকাবাসীর গ্রামের সম্মানিত গণ্যমান্য ব্যক্তির বর্গ বলেন দেশের সম্পদের ধংশ করা উচিত নয় তাই গ্রামবাসী গণ্যমান্য ব্যক্তির কথা শুনে এখন কত দাম বাটিকে পালানোর সুযোগ দেয় বা ছেড়ে দেয়, বক্তব্য সকলেই সাবধানতা অবলম্বন করে সামনের পথ চলুন, এলাকার গণ্যমান্য ব্যক্তিগণের বক্তব্য দেশের সম্পদ রক্ষা করুন দেশকে ভালোবাসো দেশ আমার আপনার সকলের আসুন দেশের সম্পদ রক্ষা করে মাদক মুক্ত সমাজ গড়ে