অন্যান্য

গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে,উপদেষ্টা মন্ডলীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও টি-শার্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

  প্রতিনিধি 23 April 2025 , 4:32:11 প্রিন্ট সংস্করণ

সফিকুল ইসলাম

 

গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার এক সৌজন্য সাক্ষাৎ, টি-শার্ট বিতরণ এবং সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গ্রীন ভয়েস এর উপদেষ্টা ও নাগেশ্বরী সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডলকে ফুলেল শুভেচ্ছা ও সংগঠনের টি-শার্ট প্রদান করা হয়।

 

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস রংপুর বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল, কেন্দ্রীয় সদস্য রাইসুল ইসলাম নোমান, কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নূরনবী সরকারসহ গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

 

উপদেষ্টা প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডল তাঁর বক্তব্যে গ্রীন ভয়েস এর পরিবেশবান্ধব কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং সংগঠনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, পরিবেশ রক্ষা একটি সম্মিলিত দায়িত্ব, এবং গ্রীন ভয়েস এই দায়িত্ব পালনে এক অনন্য ভূমিকা পালন করছে।

 

গ্রীন ভয়েস রংপুর বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল বলেন,গ্রীন ভয়েস শুধু একটি পরিবেশবাদী সংগঠন নয়, এটি একটি চিন্তাধারা। আমরা তরুণদের সচেতন করে পরিবেশ রক্ষায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছি। নাগেশ্বরী শাখার এই উদ্যোগ নিঃসন্দেহে একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত।

 

গ্রীন ভয়েস এর কেন্দ্রীয় সদস্য রাইসুল ইসলাম নোমান বলেন, পরিবেশ বাঁচানো মানেই ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ জীবন উপহার দেওয়া। এই লক্ষ্যেই গ্রীন ভয়েস কাজ করে যাচ্ছে। আমাদের প্রত্যেক সদস্যই এই দায়িত্ব নিয়ে কাজ করছে, যা সত্যিই গর্বের বিষয়।

 

কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নূরনবী সরকার বলেন, গ্রীন ভয়েস হচ্ছে একঝাঁক তরুণের স্বপ্ন ও দায়িত্ববোধের সমন্বয়। যারা সমাজ ও প্রকৃতির উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।

 

অনুষ্ঠানে নবাগত সদস্যদের উদ্দেশ্যে গ্রীন ভয়েসের ইতিহাস, উদ্দেশ্য ও চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সিনিয়র সদস্যরা তাদের অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে নবীনদের উদ্বুদ্ধ করেন।

 

নতুন সদস্যরা গ্রীন ভয়েসের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেদের গর্বিত মনে করেন এবং পরিবেশ রক্ষা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ