প্রতিনিধি 22 May 2025 , 11:45:08 প্রিন্ট সংস্করণ
মাহতিম আহমেদ রাজা
দেশে আবার কি ফিরে আসছে করোনার ভয়াল দিন? মাত্র ১৮ জনের নমুনা পরীক্ষা করেই ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার দাঁড়িয়েছে প্রায় ৩৩ শতাংশ, যা বিশেষজ্ঞদের মতে খুবই উদ্বেগজনক।
বৃহস্পতিবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে কেউ করোনায় মারা যাননি। ফলে দেশে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৯৯ জনেই স্থির রয়েছে। তবে নতুন করে কেউ সুস্থ হননি, ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৪৯ জনেই অপরিবর্তিত রয়েছে।
এই সময়ের মধ্যে পরীক্ষা করা হয়েছে মাত্র ১৮ জনের নমুনা। এর মধ্যেই ৬ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় বিশেষজ্ঞরা মনে করছেন—গোপনে সংক্রমণ ছড়িয়ে পড়ছে কিনা, তা এখনই খতিয়ে দেখা দরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১ হাজার ৬৬৪ জন। শনাক্তের শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.০৬ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ ঘটে প্রথম মৃত্যুর ঘটনা। ভয়ঙ্কর হয়ে ওঠা মহামারির সময় ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দিনে দিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যুবরণ করেন।
বিশেষজ্ঞরা সতর্ক করছেন, নমুনা পরীক্ষা কম হলেও শনাক্তের হার বেশি থাকলে সেটি মহামারির ছায়া ফিরে আসার সংকেত হতে পারে। এখনই প্রয়োজন স্বাস্থ্যবিধি মেনে চলা ও সচেতনতা বৃদ্ধি।