অন্যান্য

ঘাটাইলে হানাদার মুক্ত দিবস পালিত

  প্রতিনিধি 10 December 2024 , 9:32:47 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ

ঘাটাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সংসদের সন্মুখে জাতীয় পতাকা উত্তোলন ও মুক্তিযোদ্ধাস্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে ১০ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে,

 

উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার মুক্তিযোদ্ধা কমান্ডার মোছাঃ শারমিন ইসলাম এর সভাপতিত্বে মঙ্গলবার এ কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কিশোর কুমার দাস, ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম, কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান, পরিসংখ্যান অফিসার মনিরুজ্জামান খান মনির।

 

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে ঘাটাইল জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল বাছেদ করিম, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান, মোস্তাফিজুর রহমান মিঞ্জু, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা জেসমিন পাপিয়া, পৌর বিএনপির সন্মানিত সদস্য মোঃ রফিকুল ইসলাম রফিক। শেষে ঘাটাইল উপজেলা শাখা জাসাস শিল্প গোষ্ঠীর উদ্যোগ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ