অন্যান্য

ঘুষ না পেয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বিআইডব্লিউটিএ, -ড. আবদুল মঈন খান

  প্রতিনিধি 26 January 2025 , 6:14:46 প্রিন্ট সংস্করণ

ঘুষ না পেয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বিআইডব্লিউটিএ, -ড. আবদুল মঈন খান

মিনার হোসেন খান
নরসিংদীর পলাশে ঘোড়াশাল পৌর এলাকার সাদ্দাম মার্কেটে ২৬ জানুয়ারী রবিবার চলে বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযান।  এ উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের উপস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, পতিত সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা প্রেতাত্মারা ঘোড়াশাল-পলাশের দরিদ্র মানুষের উপর জুলুম-অত্যাচার করেছে। দুর্নীতিবাজ বিআইডব্লিউটিএ গত ১৫ বছরে হাজার হাজার কোটি টাকার বালু লুটপাট-দুর্নীতি করেছে।
তারা আজকে ঘোড়াশাল-পলাশে এসে আইন দেখাতে চায়, কিসের আইন? দরিদ্র মানুষদের শোষণ করা কি কোন দেশের আইন হতে পারে। তারা নিরীহ মানুষদের কাছ থেকে ঘোষ না পেয়ে অন্যায়ভাবে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। এ ধরনের কার্যক্রম বর্তমান সরকারকে বিপাকে ফেলবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি রবিবার (২৬ জানুয়ারী) সন্ধ্যায় পলাশ উপজেলার ঘোড়াশাল সাদ্দাম বাজারে বিআইডব্লিউটিএ কর্তৃক অভিযানে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এর আগে দিনব্যাপী শীতলক্ষ্যা নদীর পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছে কার্যক্রম চালায় বিআইডব্লিউটিএ। এতে অন্তত তিন শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ