সারাদেশ

ঘুষ নেয়ার অভিযোগে শ্রীপুর থানার এএসআই ক্লোজড

  প্রতিনিধি 3 February 2025 , 2:33:44 প্রিন্ট সংস্করণ

শামসুদ্দোহা 

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি

 

গাজীপুরের শ্রীপুরে মাদকের অভিযানে গিয়ে ৩৮ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠায় থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেনকে ক্লোজড করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।

এরআগে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুর মুক্তিযোদ্ধা কলেজের পূর্ব উত্তর পাশে সুইপার আরিফের বাড়ীতে অভিযান চালিয়ে তার স্ত্রীর গয়না বন্ধকের ৩৮ হাজার টাকা উৎকোচ নেওয়ার অভিযোগ উঠে এএসআই জাকির হোসেনের বিরুদ্ধে।

পরে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তাকে শাস্তির আওতায় আনা হয়।

 

পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ঘটনা অবগত হয়ে ইতোমধ্যে ওই এএসআই কে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

 

বিষয়টি তদন্ত করার পর অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি প্রদান করা হবে।

 

প্রসঙ্গত, শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা (শ্রীপুর মুক্তিযোদ্ধা কলেজ সংলগ্ন) গ্রামের মনির হোসেন ওরফে মৈন্নার ছেলে আরিফ হোসেনের বাড়িতে মাদকের বিক্রি হচ্ছে এমন সংবাদে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেন ও দুই কনস্টেবল সাদা পোশাকে বাড়ীতে অভিযান চালায়।

 

পরে তাদেরকে আটকের ভয় দেখিয়ে প্রথমে তিন লাখ টাকা দাবী করে। পরবর্তীতে ওই সুইপার দম্পতি কানের দুল বন্ধক রেখে এএসআইকে ৩৮ হাজার টাকা ঘুষ দিলে তাদেরকে বাড়ীতে রেখে চলে আসে পুলিশ।

 

আরিফের স্ত্রী স্বপ্না বলেন, আমাদের বাড়িতে পাউডার ছাড়া কিছুই পায়নি। তারপরও তিন লাখ টাকা চাইছে। আমার গয়না বন্ধক রেখে ৩৮ হাজার টাকা দিয়েছি।

 

অভিযুক্ত শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেন এই রিপোর্টারকে বলেন, মাদক বিক্রি হচ্ছে এমন অভিযোগে আরিফের বাড়ীতে অভিযান চালানো হয়েছিল।

 

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

যশোরসহ সারাদেশে মাদকের শীর্ষ গডফাদার যারা

আওয়ামী লীগকে নিষিদ্ধ করে গণহত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে —পীর সাহেব চরমোনাই

কি মায়া তুই লাগাইলিরে শিরোনামের. গানটি’তে ঝুঁটি বেধেছেন রাজ’হৃদয় ও নীল 

কি মায়া তুই লাগাইলিরে শিরোনামের. গানটি’তে ঝুঁটি বেধেছেন রাজ’হৃদয় ও নীল 

পাইকগাছায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা নাজমুল হোসেন সানা (পাইকগাছা, খুলনা) খুলনার পাইকগাছায় পারিবারিক কলহের জেরে বিষপানে হীরা মন্ডল (২২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামে‌ এঘটনা ঘটে। হীরা মন্ডল ওই বাড়ির অনুপ মন্ডলের স্ত্রী। এবং পাশ্ববর্তী লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের দেবাশিষ মন্ডলের মেয়ে। তিন বছর আগে পারিবারিক ভাবে হীরা মন্ডল ও অনুপ মন্ডল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারিক দ্বন্দ্বে শশুর-শাশুড়ির সাথে অভিমান করে তিনি বিষ পান করেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করে হীরা মন্ডল নামের এক গৃহবধু। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার।

শহীদ আব্রার ফাহাদ স্মরণে চিলমারী ছাত্রদলের মৌন মিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত”