অপরাধ

চট্টগ্রামে ইয়াবাসহ টেকনাফের আবছার আটক

  প্রতিনিধি 7 February 2025 , 12:24:35 প্রিন্ট সংস্করণ

 

চট্টগ্রাম অফিস :

চট্টগ্রামের কর্ণফুলীতে ২৪ হাজার পিস ইয়াবা, ৪৪ হাজার টাকা এবং ২টি গাড়িসহ মো: আবছার কামাল (৩৪) নামের ইয়াবা কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয়/নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর ২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্ত বিসিজি বেইস চট্টগ্রাম কর্তৃক কর্ণফুলী টানেল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ২টি গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড অভিযানিক দল গাড়ি দুইটিকে থামার সংকেত প্রদান করে। সংকেত অমান্য করে গাড়ি দুইটি গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্ট গার্ড আভিযানিক দল ধাওয়া করে উক্ত গাড়ি দুইটির মধ্যে একটি গাড়ি হতে মোঃ আবছার কামাল (৩৪) নামক ইয়াবা পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। সে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা গ্রামের মৃত হাজী আবুল কাশেম ছেলে।

অপর গাড়িটির চালক পটিয়া পাইকপাড়া এলাকার একটি মন্দিরের সামনে গাড়িটি রেখে পালিয়ে যায়। পরবর্তীতে জব্দকৃত গাড়ি দুইটিতে তল্লাশি চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবা এবং ৪৪ হাজার নগদ টাকা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত গাড়ি, ইয়াবা, নগদ অর্থ ও আটককৃত আসামির পরবর্তী আইনানুগ কার্যব‌্যবস্থা গ্রহণের জন‌্য পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ