অন্যান্য

চট্টগ্রামে ‘ডিবি’ পরিচয়ে অপহৃত দুই যুবক উদ্ধার, গ্রেপ্তার ২

  প্রতিনিধি 18 March 2025 , 5:41:00 প্রিন্ট সংস্করণ

মোহাম্মদ আয়াজ উদদীন রানা 

বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম জেলা
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকার টেক্সটাইল মোড় থেকে অপহৃত দুই যুবককে উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। এ সময় দুই অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই অপহরণকারী হল- মো. ইসলাম সিদ্দিকী (৩০) ও মো. রাসেল (২৮)।
সোমবার (১৭ মার্চ) নগরীর অক্সিজেন মোড় ও বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির জনসংযোগ বিভাগের উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন।
তিনি জানান, রবিবার রাত সাড়ে ৯টায় অক্সিজেন মোড় থেকে ডিবি পুলিশ পরিচয়ে দুই যুবককে অপহরণ করে দুর্বৃত্তরা। এরপর তাদের মুক্তির জন্য তাদের পরিবারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় গতকাল দুপুর ২ টায় অক্সিজেন মোড় থেকে ইসলাম সিদ্দিকী নামে একজনকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যমতে- বায়েজিদ এলাকার ড্রিমল্যান্ড আবাসিক এলাকার পরিত্যক্ত ফ্রিজের ওয়ার্কসপ থেকে মো. রাসেল নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত দুই যুবককেও উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিন-চারজন পালিয়ে যায়। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ