মো: আনোয়ার হোসেন চট্টগ্রাম।
চট্টগ্রামে দ্রব্যমূল্যের দাম এখনো ক্রয় ক্ষমতার উর্ধ্বে। আজ বুধবার নগরীর মোগলটুলা বাজার, রিয়াজউদ্দিন বাজার, এবং বৌবাজার গুরে বিভিন্ন বিক্রেতার মাধ্যমে জানতে পারি যে টমেটু ১২০/=,আলু ৫০/=,লাউ কেজি ৩৫-৪০/=,ছিম ২০০/=,পটল ৫০-৫৫/=কাকরল ১০০/=,বেগুন ১২০/=কাচা মরিচ ২০০/=,পেয়াজ ভারতের ১০৫/= ,দেশী ১০৫/=পাকিস্থানি ৮৫-৯০/=, রসুন ২০০-২২0/=,আদা ৩০০-৩২০/=, এছাড়া ব্রয়লার ১৯০/=, সোনালী মুরগি ২৯০-৩০০/=, পাকিস্তানি ৩১০/=, গরুর মাংস হাড় ছাড়া ৯০০/=, হাড় সহ ৭০০/= ইলিশ মাছ ১কেজি ওজনের উপরে ১৬০০-২০০০/=,এক কেজির কম ওজনের দাম ১২০০-১৩০০/=,ছিংড়ি আকার বেদে ৫০০- ১০০০/=, রুই মাছ ২০০-২৮০, তেলাপিয়া,১৫০-১৭০, পাঙ্গাস ১৫০-১৮০, রুপচাঁদা ৩৫০-৬০০, এছাড়া ডিম লালটি ১৩/=সাদাটি 12/=পিছ। কয়েকজন ক্রেতা জিগ্যেস করলে উত্তরে বলে আর পারছিনা,আয়ের চেয়ে ব্যয় অনেক বেশী। তারা সরকারকে আহবান জানায় যতদ্রুত সম্ভব নিত্য প্রয়োজনি জিনিসের দাম কমাতে হবে। নচেত জনগন আন্দোলন করতে বাধ্য হবে। এই হচ্ছে আজকের চট্টগ্রামের বাজার মূল্য। মো : আনোয়ার হোসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি।