অন্যান্য

চট্টগ্রামে নগদ টাকা ও সরঞ্জামসহ ১৯ জুয়াড়ি গ্রেপ্তার

  প্রতিনিধি 22 February 2025 , 5:07:26 প্রিন্ট সংস্করণ

 প্রতিনিধ মোহাম্মদ আয়াজ উদদীন রানা

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে থানার বহদ্দারহাট বাস টার্মিনাল খইল্লা মিয়ার পেট্রোল পাম্প বিল্ডিং থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৩ হাজার ১৯৪ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ইয়াছিন আরাফাত (২৪), মো. রাশেদ (৩৫), মো. হানিফ (৩৩), নুর মোহাম্মদ (৪০), মো. আলী (৫৩), মো. ওসমান (৬৪), সাইফুল ইসলাম হাসিব (১৯), আজাদ হোসেন বাচ্চু (২৮), রুবেল শীল (২৭), আবু তাহের (৩৯), খোরশেদ আলম (৪২), নুরুল ইসলাম (৪৫), কামাল হোসেন (৩৪), পারভেজ মোশারফ হোসেন (৩১), মাহমুদুল হক (৩৪), মো. ইউনুস (৫৫), মো. ইলিয়াছ (৫০), মো. ইদু (জীবন) (৩১) ও সাজ্জাদ হোসেন নয়ন (৩১)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, বিশেষ অভিযানে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ৯৪ ধারায় চান্দগাঁও থানায় অধর্তব্য মামলা রুজু হয়। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ (শনিবার) তাদের আদালতে সোপর্দ করা হয়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ