অন্যান্য

চট্টগ্রামে পঞ্চম বিয়ে করায় চতুর্থ স্ত্রীর দায়ের কোপে প্রাণ হারালেন স্বামী

  প্রতিনিধি 23 February 2025 , 3:08:14 প্রিন্ট সংস্করণ

 

মোহাম্মদ আয়াজ উদদীন রানা ‘ 

বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম

চট্টগ্রামের হালিশহরে বসুন্ধরা আবাসিক এলাকায় মো. আলাউদ্দিন (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। চতুর্থ স্ত্রীকে না জানিয়ে পঞ্চম বিয়ে করায় তাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

 

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় ঘটে এই ঘটনা৷

 

পরে খবর পেয়ে পুলিশ আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় অভিযুক্ত চতুর্থ স্ত্রী নুর জাহানকে (২৩) আটক করা হয়েছে। ঘাতক নুর জাহান নোয়াখালী জেলার মাইজদী থানার মৃত নুরুল ইসলামের মেয়ে। নিহত আলাউদ্দিন নোয়াখালী জেলার সোনাইমুরী থানার মতিআলম বাজার মঈন উদ্দিনের ছেলে।

 

 

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আলাউদ্দিন একাধিক বিয়ে করেছেন। সবশেষ পঞ্চম বিয়ের জেরে চতুর্থ স্ত্রী তাকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 

 

 

 

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ