অন্যান্য

চট্টগ্রাম কর্ণফুলি টানেল, আয়ের চেয়ে ব্যয় বেশী।

  প্রতিনিধি 15 October 2024 , 2:18:05 প্রিন্ট সংস্করণ

ডেক্স রিপোর্ট

আজ মঙ্গলবার চট্টগ্রাম কর্ণফুলি টানেল গিয়ে বিভিন্ন অজানা তথ্য জানতে পারলাম যা শুনে অত্যন্ত মর্মাহত হলাম। প্রথমে আমি গেটপাশ চাইলে দায়িত্বর গার্ড আমাকে ভিতরে ঢুকার অনুমতি দেয়নি। পরে আমি পতেঙ্গা থানায় গিয়ে সহযোগিতা চাইলে ডিওটি অফিসার জনাব সাইফুল ইসলাম আমাকে অফিস দেখিয়ে বলে থানার বিপরীত পাশে একটা অফিস আছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। পরে আমি ঐ অফিসের ভিতরে যাওয়ার অনুমতি চাইলে উত্তরে আমাকে বলে অফিসার নাই উনি আগামীকাল অফিস করার সময়ে আসবেন। পরে আমি বললাম উনি এখন এখানে আছেন আমি তার (পরিচালক আবুল কালাম আজাদ) সাথে যোগাযোগ করতে চাই। কিন্তু আমাকে অনুমতি দেয়নি উনার সাথে যোগাযোগ করতে। তাই আমি অন্যান্য দায়িত্বরত কয়েজন অফিসার সাথে কথা বললে তারা ( নাম গোপন করা শর্তে ) বলেন একটা দেশ অবনতি হওয়ার জন্য এইরকম কয়েকটি প্রজেক্ট থাকলে দেশ সহজে উন্নয়ন করতে পারবেনা। যারা গত সরকারের নিয়োগ পাওয়া অফিস তারা এখনো তাদের দায়িত্বে বহাল আছেন। তারা যতদিন দায়িত্বে থাকবে দূর্ণিতির রশি টেনে ধরে রাখতে পারবেনা বর্তমান সরকার। তাই এদের এখনি পরিবর্তন প্রয়োজন, নচেৎ দূর্ণিতি রোধ সম্ভব নয়। ঐ অফিসার আরো বলেন বর্তমানে টানেল পরিচালক পদে আছে জনাব আবুল কালাম আজাদ, সহকারি পরিচালক নাসির উদ্দিন এবং হিমেল স্যার। উনারা বিগত সরকারের নিয়োগ প্রাপ্ত অফিসার। শুধু তাইনা উনারা সহ বর্তমানে ৫৩৩ জন কর্মকর্তা কর্মচারী আছেন যেখানে সর্বনিম্ন বেতন ১৬০০০/=-১৮০০০/= সর্বোচ্চ কত তা জানিনা। সুতরাং ৫৩৩ জনের বেতন কত হইতে পারে আপনারা আন্দাজ করে নিবেন। পাশা পাশি ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি দায়িত্বে থাকা চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন লি: এর সম্পূর্ণ ব্যয় বহন করতেছে প্রজেক্ট কর্তৃপক্ষ। তাছাড়া দূর্ণিতিও চলতেছে আগের মতই। এবং তার বিপরীতে টোল আদায় হচ্ছে অত্যন্ত কম। ৫ আগষ্টের পরবর্তী সময়ে অনেক কম জানবাহন চলতেছে। কিন্তু দূর্নিতি কমেনি। তাই দেশ বাচাতে হলে এখনি এর লাগাম টেনে ধরতে হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ