প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৬, ২০২৫, ৯:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২৫, ১০:৩৫ এ.এম
চট্টগ্রাম চানগাও মোহরায় মধ্যরাতে আগুন , আগুনে দগ্ধ হয়ে নিহত ১ আহত তিনজন।
বাবলু নন্দী
চট্টগ্রাম নগরীর চানগাও মোহরা এলাকায় একটি বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে দগ্ধ হয়ে ওই বাড়ির ৬৮ বছর বয়সীর এক বৃদ্ধার মৃত্যু হয় একই ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরো তিনজন সদস্য। রোজ সোমবার ২৫ আগস্ট দিবাগত রাত ২: ৩৪ মিনিটে দিকে মোহরার
মোল্লার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের নাম গীতা রানী ঘোষ ( ৬৮)। আর আহতরা হলেন ছেলে বিপ্লব ঘোষ (৪৯), বিপ্লব ঘোষের স্ত্রী কণা ঘোষ এবং নাতি শশী ঘোষ( ১০)। তথ্যটি নিশ্চিত করেছেন
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ওয়ারলেস অপারেটর খলিলুর রহমান। তিনি বলেন রাত দুইটা ৪৭ মিনিটে খবর পেয়ে দুইটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের আনার কার্যক্রম শুরু করে। ভোর চারটা ১০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। তিনি আরো বলেন আগুনের দগ্ধ হওয়া নারীর মরদেহ উদ্ধার করা হয়, আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে বৈদ্যুতিক শর্টসার্কিট মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ৪৫ লাখ টাকার মালা মাল উদ্ধার করা সম্ভব হয়েছে। ছবি নিহত গীতা রানী ঘোষের (৬৮)
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.