চট্টগ্রাম প্রতিনিধি:
দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে বাবলু নন্দী এখন যুক্ত হয়েছেন দৈনিক চেতনায় বাংলাদেশ-এর সাথে। তরুণ প্রজন্মের প্রাণশক্তি আর অভিজ্ঞতার সমন্বয়ে গড়া সংবাদযাত্রায় নতুন করে উচ্ছ্বাস ছড়িয়ে দিলো এই সংযুক্তি।
চট্টগ্রামের সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে সুপরিচিত বাবলু নন্দী দীর্ঘদিন ধরে স্থানীয় সংবাদ ও উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তাঁর যুক্ত হওয়ায় চট্টগ্রাম অঞ্চলের নানা খবর, সমস্যা, সম্ভাবনা ও অগ্রগতির চিত্র আরও শক্তিশালীভাবে পৌঁছে যাবে জাতীয় পাঠকের কাছে।
সংগঠন সূত্রে জানা গেছে, বাবলু নন্দীর হাত ধরে চট্টগ্রামের প্রতিটি প্রান্ত থেকে পাঠকের জন্য নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনে নতুন অধ্যায় সূচিত হবে।