অন্যান্য

চট্টগ্রাম ফটিকছড়ি তে ৩ স্কুল ছাত্রী নি’খোঁ’জ

  প্রতিনিধি 12 December 2024 , 12:29:08 প্রিন্ট সংস্করণ

 

সাকিব চৌধুরী চট্টগ্রাম

 

চট্টগ্রাম জেলা ফটিকছড়ি তে উপজেলা থেকে গতকাল ১১ ডিসেম্বর একই দিনে ২ জনসহ ৩ স্কুল ছাত্রী নি’খোঁ’জ হয়েছে। তাদের মধ্যে দু’জনই অষ্টম শ্রেণির।

 

তাদের একজন ফটিকছড়ি গার্লস স্কুলের ছাত্রী৷ তার নাম সানজিদা ইসলাম। তার ভাই জানান, ‘আমার বোন মঙ্গলবার সকাল ৯ টায় ফটিকছড়ি গার্লস স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার সময় বিবিরহাট বাস স্টেশন থেকে নি’খোঁ’জ হয়। তাকে অ’প’হ’রণ করা হয়েছে বলে দাবী করেন তিনি। ‘প্রয়োজনে : 01814143403

 

একইভাবে পরিক্ষা দিতে গিয়ে নি’খোঁ’জ হয় অপরজন হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ‍্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী নিহা। যোগাযোগ: 01819706903

 

অন্যজনের নাম নুরহাবা আক্তার নিশু

বয়স: ১৫

বাবার নাম: নুরুল হুদা

গত ৫/১২/২৪ ইং বৃহস্পতিবার সকাল ৯ টায় বাড়ি থেকে হেঁয়াকো গ্রীন ইন্টারন্যাশনাল স্কুলের উদ্দেশ্যে রওনা হয়, এরপর থেকে তাকে খুঁ’জে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবার।

 

যোগাযোগের ঠিকানাঃ

গ্রাম: মুসলিম পাড়া, ডাকঘর: হেঁয়াকো, থানা: ভুজপুর, উপজেলা: ফটিকছড়ি, জেলা: চট্টগ্রাম, মোবাইল নং: 01612935713, 01311108981

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ