প্রতিনিধি 24 July 2025 , 5:10:49 প্রিন্ট সংস্করণ
দৈনিক চেতনায় বাংলাদেশ পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় প্রধান মোঃ মাহমুদুল হাসান হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক দুর্বলতা ও পেটে ব্যথা নিয়ে সম্প্রতি তিনি চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। চিকিৎসকেরা তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং দ্রুত আরোগ্যের জন্য প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।
মোঃ মাহমুদুল হাসান একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ গণমাধ্যম কর্মী। দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে নির্ভীকভাবে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর অসুস্থতার খবরে সহকর্মী, পাঠক, শুভাকাঙ্ক্ষী এবং সাংবাদিক মহলে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
দৈনিক চেতনায় বাংলাদেশের সম্পাদকীয় পরিষদ, রিপোর্টিং টিম ও সকল সহকর্মী তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। তাঁর শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
আমরা সকলে মহান আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে এসে আগের মতোই সংবাদ জগতে নিজের অমূল্য অবদান রাখতে পারেন।