প্রতিনিধি 31 August 2025 , 6:15:56 প্রিন্ট সংস্করণ
বাবলু নন্দী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই নম্বর গেটে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) রাত থেকে শুরু হওয়া এ সংঘর্ষ রবিবার (৩১ আগস্ট) সকাল পর্যন্ত অব্যাহত থাকে। এতে অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ২০–২১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত থেকে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতভর সংঘর্ষের পর রবিবার সকাল থেকেই পুরো ক্যাম্পাস উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ভাঙচুর ও ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে আতঙ্ক বিরাজ করছে। শিক্ষার্থীরা দাবি করেছেন, স্থানীয়দের হামলায় তাদের শতাধিক সহপাঠী আহত হয়েছেন। অন্যদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, শিক্ষার্থীরাই প্রথমে উসকানি দেয়।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।