প্রতিনিধি 8 March 2025 , 6:32:45 প্রিন্ট সংস্করণ
সাকিব চৌধুরী চট্টগ্রাম
মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মিরসরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেমকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুল কাশেম মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা এলাকার মৃত হাজী মনির আহম্মদের ছেলে। তাঁর বিরুদ্ধে বি’স্ফো’র’কদ্রব্য আইনে দুইটি মামলা রয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মিঠানালা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেমের বিরুদ্ধে মিরসরাই থানায় দুইটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে খুলশী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। একইদিন তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।