অন্যান্য

চট্টগ্রাম মিরসরাইয়ে মিঠানালায় পোল্ট্রি খামার থেকে মুরগী ও ডিম চু’রি

  প্রতিনিধি 25 October 2024 , 7:57:51 প্রিন্ট সংস্করণ

সাকিব চৌধুরী চট্টগ্রাম 

 

চট্টগ্রাম মিরসরাইয়ে মিঠানালা ইউনিয়নের একটি মুরগির খামার থেকে ৪ হাজার ডিম ও ৭০ টি লেয়ার মুরগি চু’রি’র ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর মিঠানালা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পূর্ব মিঠানালা এলাকার মোশাররফ পোল্ট্রি খামারে এই চু’রি’র ঘটনা ঘটে।

 

মোশাররফ পোল্ট্রি খামারের মালিক ফরহাদ মাহমুদ কাউছার বলেন, বিগত ৫ বছর যাবত আমি পোল্ট্রি খামারের ব্যবসা করে আসছি। বুধবার রাত ১০ টায় প্রতিদিনের ন্যায় খামার বন্ধ করে বাহির থেকে তালা লাগিয়ে বাড়িতে চলে যাই। বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে খামার খুলতে এসে দেখি খামারের চারপাশে থাকা জিআই তাঁর কাটা এবং ভিতরে ঢুকে দেখি ৪ হাজার ডিম এবং ৭০ টি ডিম পাড়ার লেয়ার মুরগী নিয়ে যায় চো’রে’র দল। আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ১০ হাজার টাকা। চু’রি’র ঘটনায় মিরসরাই থানা একটি লিখিত অভিযোগ দিয়েছি।

 

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের বলেন, পোল্ট্রি খামারে চু’রি’র ঘটনায় ফরহাদ মাহমুদ কাউছার নামে একজন লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ