সাকিব চৌধুরী চট্টগ্রাম
১/২/২০২৫ রোজ শনিবার বিকাল ৩ ঘটিকায় সংগঠনের এক সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে সংগঠনের সদস্য নাজিম উদ্দিন মিজান কে সভাপতি ও শাহারিয়া হোসেন ইমন কে সাধারণ সম্পাদক করে ৪ সদস্যের আংশিক কমিটি অনুমোদন পায়। ১ ফ্রেব্রুয়ারী সংগঠনের উচ্চ পরিষদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষনা করা হয় সংগঠনের সূত্রে জানা যায় আগামী ৭দিনের ভিতর সংগঠনের কার্যনির্বাহী পরিষদ পূর্ণাঙ্গ কমিটি চুড়ান্ত করা হবে এতে আগ্রহী সদস্যদের জীবন বৃত্তান্ত জমা দেওয়ার অনুরোধ করা হয়।
উল্লেখ্য ২০১৪ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে মেধাবৃত্তি পরীক্ষা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, দুস্থ্যের ত্রান বিতরণ, করোনা কালীন সংকটে ত্রান বিতরণ, মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, ফুটবল ও ক্রিকেট টুনামেন্ট আয়োজন, ক্রীড়া সামগ্রী বিতরণ, বির্তক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা,সাহিত্য গ্রন্থ প্রকাশনা,ঈদ সামগ্রী বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনসহ স্বেচ্ছাসেবী মূলক কর্মকান্ড করে আসছে। সদ্য নির্বাচিত সভাপতি নাজিম উদ্দিন মিজান জানান মিরসরাই কে আধুনিক উন্নত সমৃদ্ধ জনপদে পরিণত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আশাকরি করি ভবিষ্যতে আমরা সেই পথে ধাবিত হবো। সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন ইমন জানান অতীতের ন্যায় আমরা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করে যাবো এতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা আমাদের কাম্য