প্রতিনিধি 4 September 2025 , 12:49:27 প্রিন্ট সংস্করণ
বাবলু নন্দী
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “সব সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমেই চট্টগ্রামকে একটি উন্নত, আধুনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন, “চট্টগ্রাম একটি বন্দরনগরী এবং দেশের অর্থনৈতিক প্রবাহের প্রধান কেন্দ্র। তাই এই শহরকে এগিয়ে নিতে হলে নগর উন্নয়ন সংস্থা, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা, সড়ক ও জনপথ, বিদ্যুৎ বিভাগসহ সব সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। এককভাবে কোনো প্রতিষ্ঠান শহরের উন্নয়ন নিশ্চিত করতে পারবে না।”
বুধবার (৩ সেপ্টেম্বর) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন সভায় শহরের চলমান উন্নয়ন কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ সমস্যা, জলাবদ্ধতা নিরসন, সড়ক সংস্কার এবং নগরীর পরিচ্ছন্নতা বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “চট্টগ্রামকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে হলে পরিকল্পিত উন্নয়ন অপরিহার্য। এজন্য স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”
এসময় মেয়র নগরবাসীকে পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “প্রত্যেক নাগরিক যদি নিজ দায়িত্বে পরিচ্ছন্নতায় সচেতন হয়, তবে চট্টগ্রামকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা সহজ হবে।”
সভায় চসিকের বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম উপস্থাপন করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।