প্রতিনিধি 20 February 2025 , 12:59:12 প্রিন্ট সংস্করণ
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. এস এম পারভেজ তালুকদার।
গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মজির উদ্দিন দীর্ঘ ২৪ বছর কর্মরত ছিলেন চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে তার জন্য ০২/১১/১৯৭৮ ইং, তিনি গত ১৫/০২/২০২৫ ইং তারিখে মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুতে নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর উচ্চ বিদ্যালয় এর শিক্ষক মন্ডলী শিক্ষার্থী ও সকল শ্রেণী পেশার মানুষ গভীরভাবে শোকাহত মরহুমের রুহের মাগফেরাত কামনায় আজ
(২০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার, দুপুর ১২ ঘটিকায় চন্দ্রপুর উচ্চ বিদ্যালয় অত্র প্রতিষ্ঠানে শিক্ষকমন্ডলী তার পরিবারের সদস্য ও বিশেষ ব্যক্তিবর্গের উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মোঃ ইমান আলী দুলু, অভিভাবক সদস্য, চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়।
আরও উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ আজহারুল ইসলাম, হাফিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, মোঃ সিদ্দিকুর রহমান, সহকারী শিক্ষক, রজব আলী, সহকারী শিক্ষক, আয়নাল হক, সহকারী শিক্ষক, সোহেল ইসকাল, সহকারী শিক্ষক, আলমগীর হোসেন, সহকারী শিক্ষক, সেলিম রেজা, সহকারী শিক্ষক, হেলালুল আলিম, সহকারী শিক্ষক, আল-আমিন, সহকারী শিক্ষক, আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক, আমিনুল হক, সহকারী শিক্ষক, মোছাঃ ময়না খাতুন, সহকারী শিক্ষিকা প্রমুখ এসময় শিক্ষমন্ডলি ও শিক্ষার্থীরা মরহুম মজির উদ্দিন এর স্মৃতিচারন করে কান্নায় ভেঙ্গে পরেন। এবং তার আত্মার মাগফেরাত কামনায় সবাই দোয়া করেন ।