অন্যান্য

চবি সংঘর্ষে আহতদের দেখতে চমেকে মেয়র শাহাদাত, বিচার বিভাগীয় তদন্তের দাবি

  প্রতিনিধি 1 September 2025 , 10:36:10 প্রিন্ট সংস্করণ

বাবলু নন্দী 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি তুলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন।

রোববার (৩১ আগস্ট) আহত শিক্ষার্থীদের দেখতে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে যান এবং সেখানে চিকিৎসাধীন ছাত্রদের খোঁজখবর নেন।

চমেক হাসপাতালে আহতদের দেখতে গিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “শিক্ষাঙ্গনে সহিংসতার কোনো স্থান নেই। শিক্ষার্থীরা হচ্ছে দেশের ভবিষ্যৎ। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি এবং এজন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন।”

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ