এস এম মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজার এলাকা থেকে ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার ভোরে ফজরের নামাজের পর তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী তাদের আটক করেন।
আটকদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৮ জন শিশু-কিশোর রয়েছে। পরে স্থানীয়রা তাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বাড়িতে নিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা জানান, তারা পূর্বে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে ভারতে পাড়ি জমিয়েছিলেন। সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে তারা কয়েক বছর জেল খেটেছেন। সাজার মেয়াদ শেষে সীমান্ত দিয়ে আবার বাংলাদেশে পাঠানো হয় বলে তাদের দাবি।
পরবর্তীতে জাহাঙ্গীর আলমের মাধ্যমে কুড়িগ্রাম ২২ বিজিবির ভাওয়ালকুড়ি ক্যাম্পের সদস্যদের কাছে তাদের হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহাবুব-উল হক। তিনি জানান, বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।