প্রতিনিধি 12 November 2024 , 10:59:09 প্রিন্ট সংস্করণ
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ইং ০৩:০০ পিএম.
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার কোদালকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ হুমায়ন কবির ছক্কুকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে কোদালকাটি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাকে আটক করা হয়।
রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মোঃ হুমায়ন কবির ছক্কু কোদালকাটি ইউনিয়নের চরসাজাই মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে তা তাৎক্ষণিক জানা যায়নি।
রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘হুমায়ন কবির ছক্কুকে আটক করে থানায় নেওয়া হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’