এস এম পারভেজ তালুকদার,
নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় কৃষি বিশ্ববিদ্যালয়, ট্রেন লাইন ও গ্যাস সংযোগের দাবীতে মানববন্ধন করেছে উপজেলার সকল স্তরের জনগন। গুরুদাসপুর উপজেলার প্রানকেন্দ্র বন্দর নগড়ী চাঁচকৈড় বাজার আজ প্রায় স্বাধীনতার ৫৩ বছর বাংলাদেশ যখন অধুনিকতার ছোয়ায় ছেয়ে গেছে তার মধ্যেও গুরুদাসপুর উপজেলাবাসী কৃষি বিশ্ববিদ্যালয়, ট্রেন লাইন ও গ্যাস সংযোগ হতে বঞ্চিত।
সিরাজগঞ্জ - ঈশ্বর্দী হয়ে রেল লাইন রাজশাহী পৌছেছে কিন্তু সেখান থেকেও বন্দর নগড়ী চাঁচকৈড়বাসী রেল সেবা থেকে বঞ্চিত। রেল যোগাযোগের জন্য গুরুদাসপুর উপজেলা বাসীকে এখনও ২৮ কিঃমিঃ দুরুত্ব পাড়ি দিয়ে চাটমোহর স্টেশনে যেতে হয় । শিক্ষার দিক থেকে গুরুদাসপুর উপজেলার ৩নং খুবজীপির ইউনিয়নের ব্রাম্মনবাড়িয়া গ্রামের কৃতি সন্তান বর্তমান স্বাথ্যসচিব। গুরুদাসপুর উপজেলায় বেশ কিছু কলেজ, মহিলা কলেজ রয়েছে কিন্তু একটি কৃষি বিশ্যবিদ্যালয়ে অভাব তারা ব্যাপকভাবে উপলব্ধি করছে।
মানব বন্ধনে উপস্থিত গুরুদাসপুর উপজেলার সকল স্তরের জনসাধারন কৃষি বিশ্ববিদ্যালয়, ট্রেন লাইন ও গ্যাস সংযোগের জন্য জোর দাবি জানান।
উক্ত মানবন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক ও সমাজসেবক ইমাম হাসান পিন্টু, তিনি আগামী গুরুদাসপুর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী । এছারাও অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।