
মোঃ রায়হান মিয়া,কচুয়া চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ায় যথাযথ মর্যাদায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) জন্মদিন ঈদে মিলাদুন্নবী( সা) উদযাপন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও ঈদে মিলাদুন্নবী( সা) কমিটির উদ্যোগে জশনে জুলুস র্যালী বের হয়। শনিবার সকালে কচুয়া ডাকবাংলা জামে মসজিদের মাঠ থেকে জসনে জুলুসের আনন্দ র্যালিটি বের হয়ে পৌর বাজার পদক্ষিন করে কচুয়া বিশ্বরোড হয়ে পূণরায় মসজিদ মাঠে শেষ হয়।
উপজেলা ও পাড়া মহল্লা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান আরবি হরফে লেখা বিভিন্ন ব্যানার ফেস্টুন প্লেকার্ড হাতে নিয়ে খন্ড খন্ড মিছিল করে জশনে জুলুসর র্যালীতে যোগ দেয়। এ সময় হাজারো ধর্মপ্রাণ মানুষের ঢলে জশনের জুলুস র্যালীটি জনসমুদ্রে পরিণত হয়। আখেরী নবী আগমন ঘিরে ঈদের আনন্দের দোয়ার সৃষ্টি হয় সাধারণ মুসল্লিদের মধ্যে। মুসল্লীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে দরুদ ও সালাম জিকির আসগার হাম নাথ পরিবেশন করেন।
ঈদে মিলাদুন্নবী( সা) কমিটির কচুয়া উপজেলা শাখার সভাপতি আলমগীর শাহ আল কাদেরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওঃ শাহজালাল প্রধানের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাফেজ মেজবাহুল ইসলাম লতিফী।
এসময় বিশেষ অতিথি হিসেবে কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ূন কবির প্রধান, সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম,ঈদে মিলাদুন্নবী( সা) কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হক শাহজী মাস্টার, পালগিরি মজলিসে বেলায়েত শরীফে প্রতিষ্ঠাতা এম এ আউয়াল খান শাহ ফারুকী নকশেবন্দী মুজাদ্দেদী, বিভিন্ন টেলিভিশনের ইসলামী আলোচক সফিবাদ দরবার শরীফের মুফতি মুহাম্মদ সোলায়মান বিন কাশেম, শ্রীরামপুর মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ মনিরুজ্জামান, এনায়েত সিদ্দিকি চাদপুরী,ওমর ফারুক শাহজী, মাওঃ জহিরুল ইসলাম, মাওঃ মোফাজ্জল হোসেন আল কাদেরী , নাছির উদ্দিন আল কাদেরী, শরীফুল ইসলাম মিয়াজী, রবিউল ইসলাম, হাফেজ মফিজুল ইসলাম, বাহালুল শাহ আল কাদেরী, মাওঃ তাজুল ইসলাম , মাওঃ হাবিবুর রহমান , রফিকুল ইসলামসহ আরো অনেকে।