চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ” পরীক্ষা
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে চাঁদপুর জেলার বাছাইকৃত যোগ্য প্রার্থীদের ১ম দিনের ইভেন্ট ‘‘শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ” পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে নিয়োগ বোর্ডের সভাপতি
চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা এবং ফোর্সগণ স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে প্রথম দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন।
পুলিশ সুপার জানান, টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে কোন প্রার্থী জড়িত থাকলে নিয়োগ বাতিলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে।
উক্ত নিয়োগ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন,
নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)’ ও চাঁদপুর টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য মোহাম্মদ ইব্রাহীম, ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার, (নবীনগর সার্কেল), ও চাঁদপুর টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য পিয়াস বসাক, চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান, হাজীগঞ্জ সার্কেল, মুকুর চাকমা, মতলব সার্কেল
মো: খায়রুল কবীরসহ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিবৃন্দ ও চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ছবির ক্যাপশন: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের
চাঁদপুর জেলার বাছাইকৃত প্রার্থীদের ইভেন্ট ‘‘শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ” পরীক্ষায় বক্তব্য দেন নিয়োগ বোর্ডের সভাপতি
চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।