অন্যান্য

চাঁদাবাজির মামলায় নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  প্রতিনিধি 25 December 2024 , 7:04:26 প্রিন্ট সংস্করণ

 

 

আনোয়ার সাঈদ তিতু

 

 

কুড়িগ্রামের রৌমারীতে শিক্ষক-কর্মচারীদের মারধর ও চাঁদাবাজির মামলায় নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা নুরুন্নবী রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টায় উপজেলার হাসপাতাল গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার নুরুন্নবী রুবেল রৌমারী উপজেলা যাদুরচর ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

 

বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লৎফর রহমান।

 

পুলিশ জানায়, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের হুমকি, মারধর ও চাঁদাবাজির অভিযোগ উঠে। এ ঘটনায় ২০২৪ সালের ১০ অক্টোবর রৌমারী থানায় মামলা দায়ের করেন আব্দুল ওহাব নামের প্রধান শিক্ষক। এতে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের হুকুমে হামলা হয়েছে মামলায় উল্লেখ করা হয়।

 

ওসি লৎফর রহমান বলেন, গ্রেপ্তার নুরুন্নবী রুবেলকে রোবাবার (২২ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ