প্রতিনিধি 26 December 2024 , 5:10:59 প্রিন্ট সংস্করণ
ডেস্ক রিপোর্টঃ
দৈনিক চেতনায় বাংলাদেশ,ডিসিবি টেলিভিশনের নীলফামারী প্রতিনিধি হানিফ ও জেলা প্রতিনিধি মেহেদুলের বিরুদ্ধে আশা এনজিও তে চাঁদাবাজির যথাযথ প্রমান পাওয়ায় তাকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়েছে।
গত ২৩ তারিখে হানিফের বিরুদ্ধে চাঁদাবাজির যথাযথ প্রমান এবং সিসিটিভি ফুটেজ দৈনিক চেতনায় বাংলাদেশ, ডিসিবি টেলিভিশন এর সম্পাদক কে প্রেরণ করেন আশা এন জি ও নীলফামারী সদর ব্র্যাঞ্চ ।
সকল তথ্য যাচাই-বাছাই শেষে ২৬/১২/২০২৪ তারিখে নীলফামারী প্রতিনিধি হানিফ ইসলাম ও নীলফামারী জেলা প্রতিনিধি মেহেদুল ইসলাম কে বহিষ্কার করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কে.এম মোজাপ্ফার হুসাইন এবং দৈনিক চেতনায় বাংলাদেশ’র ইনচার্জ শাহীন আহমেদ কে আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য নির্দেশ দেন তিনি।
দৈনিক চেতনায় বাংলাদেশ, ডিসিবি টেলিভিশন এর সম্পাদক বলেন,আমার প্রতিষ্ঠানের এই প্রতিনিধির বিরুদ্ধে চাঁদাবাজির যথাযথ তথ্য পাওয়ায় সঙ্গে সঙ্গে তাকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়।