প্রতিনিধি 13 July 2025 , 5:18:29 প্রিন্ট সংস্করণ
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
রাজধানীর মিটফোর্ড এলাকায় চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে যুবদলের সন্ত্রাসীদের নৃশংস হত্যাকাণ্ড এবং দেশব্যাপী ক্রমবর্ধমান চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বোচাগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টি ও সচেতন বোচাগঞ্জ।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে সেতাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে দেশে সন্ত্রাস ও চাঁদাবাজির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা আজ হুমকির মুখে।”
এসময় বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলার জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মাওলানা এম এ তাফসির হাসান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলা মুখপাত্র ফয়সাল মোস্তাক।
বক্তারা অবিলম্বে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান