প্রতিনিধি 9 March 2025 , 1:54:36 প্রিন্ট সংস্করণ
আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের,রংপুর মহানগরের সদ্য অব্যহতি পাওয়া মুখপাত্র নাহিদ হাসান,খন্দকারের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে। (৯ মার্চ) রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন,গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান। সূত্রে জানা যায় রংপুরের গঙ্গাচড়া থানার আওতাধীন গ্রিন সিটি ইকো পার্কের ব্যবস্থাপনা পরিচালক আতিকুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে শুক্রবার (৭ মার্চ) মামলাটি করেছেন। মামলায় বৈষম্য বিরোধী নেতা নাহিদ হাসান খন্দকারের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে। এতে নগদ এক লাখ টাকা ও প্রতিদিন ২০ হাজার টাকা করে চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী আতিকুল ইসলাম ভূঁইয়া জানান,গংগাচড়ার খলেয়া ইউনিয়নে তার এক বোনসহ গ্রিন সিটি ইকো পার্ক নির্মাণের কাজ শুরু করেন। পার্ক নির্মাণে পুকুর থেকে বালু উত্তোলনের প্রয়োজন দেখা দেয়।
এই বালু উত্তোলনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ হাসান খন্দকার চাঁদা দাবি করে আসছিলেন। এ ঘটনায় নাহিদ হাসান খন্দকারের নাম উল্লেখসহ,অজ্ঞাত আসামি করে,গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উল্লেখো যে ঃমামলার একদিন পর(৮ মার্চ)শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়- ক ইমতিয়াজ আহম্মদ ইমতি ও সদস্য সচিব রহমত আলী সাক্ষর করা,এক প্রেস বিজ্ঞপ্তিতে নাহিদ হাসান খন্দকারকে তার মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানানো হয়। এর আগে চাঁদা দাবীর অভিযোগ ওঠায় (১ মার্চ)শনিবার রাতে নাহিদ হাসান খন্দকারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সেই নোটিশে সাক্ষর করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখার মুখ্য সংগঠক আলী মিলন। এ বিষয়ে সম্প্রতি নাহিদ হাসান খন্দকারের ১ লাখ টাকা চাঁদা দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এবং স্থানীয়,জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তোলপাড় শুরু হয়।