অন্যান্য

চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে দেখা মিলল রাসেল ভাইপার

  প্রতিনিধি 28 September 2024 , 1:20:45 প্রিন্ট সংস্করণ

ইয়াসিন আরাফাত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে ভেসে আসে একটি রাসেল ভাইপার সাপ। পরে সাপটিকে লাঠি দিয়ে পিটিয়ে মারার পর সেখানেই পুঁতে ফেলে স্থানীয়রা। শনিবার সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলার পদ্মার বাঁধ সংলগ্ন বালুরঘাট এলাকার সাত্তার মোড়ে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানায়, বন্যার পানিতে ভেসে আসা রাসেল ভাইপার সাপ লোকালয়ে আসতে দেখার পর আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে তাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে লাঠি দিয়ে সাপটি মেরে ফেলেন তারা। পরে ঘটনাস্থলে সাপটি মাটি খুঁড়ে পুঁতে ফেলা হয়।

প্রত্যক্ষদর্শী রহমত আলী বলেন, সকালে পদ্মা নদীর পাসে দাঁড়িয়ে ছিলাম। এ সময় সামনে রাসেল ভাইপার দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে যাই। পরে আমার চিৎকারে কয়েকজন এগিয়ে এসে রাসেল ভাইপার সাপটি লাঠি দিয়ে পিটিয়ে মারি। গত চারদিন থেকে বর্ষায় পদ্মায় নতুন পানি আসার পর থেকে রাসেল ভাইপারের বেশি লক্ষ্য করা যাচ্ছে।

আরেক প্রত্যক্ষদর্শী আব্দুল বারেক বলেন, পদ্মার নতুন পানি আসার সঙ্গে সঙ্গে রাসেল ভাইপার আতঙ্কে বেড়ে গেছে। সব সময় পদ্মা পাড়ের এলাকার মানুষকে আতঙ্কের মধ্যে থাকতে হয়। এই বিষধর সাপ থেকে মুক্তি চাই। সবাই চাইছে, শিগগিরই যেন সরকার এই বিষধর সাপের উপদ্রব থেকে যথাযথ পদক্ষেপ নেয়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ