মোঃ ইসমাইল হোসেন
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় ০২ নং ফতেপুর ইউনিয়নের, পারিলা গ্রাম জনৈক কুদ্দুস এর আমবাগান সংলগ্ন হেয়ারিং বন্ড রাস্তার উপর। গত রাত্রে মোঃরাজু আহম্মেদ(২০), পিতা-মৃত মোঃ আঃ মোত্তালেব, মাতা- মোসাঃ সুলতানা বেগম (৬৫) সাং- শ্রীরামপুর, বর্তমানে নাচোল সদর ইউনিয়নের হুলাশপুরগ্রামে থাকেন। থানা- নাচোল,জেলা- চাঁপাইনবাবগঞ্জ কে- বা কাহারা গলা কেটে রাস্তার ধারে ফেলে যায়। এসময় খবর পেয়ে গোমস্তাপুর সার্কেল সহকারী পুলিশ সুপার জনাম মোঃ আহসান হাবীব, মোঃ মনিরুল ইসলাম অফিসার ইনচার্জ নাচোল থানা এ তথ্য নিশ্চিত করেছেন ,ডি এস বি ও পিবিআই এর সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। নিহতের মা সুলতানা বেগম জানান,গতকাল তাহার ছেলে ভাড়াই চালিত অটোভ্যানে করে যাত্রী নিয়ে যায়,এরপর রাতে বাসায় না ফিরলে অনেক খোঁজা খুজি করে না পেলে, সকালে খবর পেয়ে ছুটে আসে হতভাগা নিহতের মা, তিনি ভিক্ষা করে সংসার চালাতেন তার ছেলের কিছুদিন আগে বিয়ে দিয়েছেন শিবগঞ্জ থানার সাতরশিয়া গ্রামে। খুনি যে হোক না কেন খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তির দাবি করেন। নিহতের মা ও এলাকাবাসীর সূত্রে জানা যায় তার ছেলে খুব সহজ সরল জীবন যাপন করতেন। এলাকাবাসীর একই দাবী খুনীদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানান।