মোঃ ইসমাইল হোসেন নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) ভোরে উপজেলার নেজামপুরের পল্টন পুকুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পল্টন পুকুর গ্রামের আলমগীরের স্ত্রী হাওয়া বিবি (৪০) ও মেয়ে আয়েসা খাতুন (২৬)।
নিহতের স্বজন স্কুলশিক্ষক আব্দুস সালাম জানান, বুধবার ভোর ৫টার দিকে বাড়ির পাশে চার্জার ভ্যানের বৈদ্যুতিক সুইচ টানতে গিয়ে হাওয়া বিবি বিদ্যুৎস্পৃষ্ট হন। চিৎকার শুনে মেয়ে আয়েসা খাতুন তাকে বাঁচাতে স্পর্শ করলে তিনিও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যান।
ঘটনাস্থলে উপস্থিত নাচোল থানার পরিদর্শক (এসআই) হারুন বলেন, চার্জার ভ্যানটি সম্ভবত আগেই বিদ্যুতায়িত অবস্থায় ছিল। ভ্যানে হাত পড়ার সঙ্গে সঙ্গে মা ও মেয়ে দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হন।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মা-মেয়ে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।