মোঃ ইসমাইল হোসেন নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার এলাইপুর গ্রামের শরীফ আহমেদের ছেলে নানীর বাড়ি বেড়াতে যান,
আজ বুধবার ২৭ আগষ্ট উপজেলার আক্কেলপুর গ্রামে মোঃ শহিদ (৫) নামে এক পথচারী শিশুর মৃত্যু হয়েছে। দুপুর ১:৩০ মিনিটের দিকে এই দূর্ঘটনা ঘটে। নিয়ামতপুর মাকলাহাট থেকে ছেড়ে আসা একটি গরু ভর্তি ভূটভূটি সোনাইচন্ডী হাটে প্রবেশের জন্য আক্কেলপুর গ্রামে পৌঁছে, এই সময় রাস্তার পাশে থাকা ঐ শিশু রাস্তা পারাপারের জন্য দৌড় দিলে, ভূটভূটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এলাকাবাসী ঘাতক গাড়িটিকে আটক করে রাখে।
নাচোল থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।