প্রতিনিধি 8 September 2025 , 4:59:00 প্রিন্ট সংস্করণ
মোঃ ইসমাইল হোসেন নাচোল প্রতিনিধি
চাঁপাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস -২০২৫ উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ৮ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে উপজেলার রাণী দিঘী এলাকায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে সীল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে “বহু ভাষিক শিক্ষার প্রচারঃ পারস্পরিক বোঝাপোড়া এবং শান্তির জন্য স্বাক্ষরতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গে রাণী দিঘী এলাকার আদিবাসী সম্প্রদায়ের সকল জনসাধারণ একটি রেলী বের করে অত্র এলাকা প্রদক্ষিণ শেষে সন্তুষ মূর্মূুর উঠানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিল ইন্টারন্যাশনাল- বাংলাদেশ, নাচোল উপজেলা এরিয়া অফিসার এ্যাম্ব্রাশ টুডু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষীরাম হেমরম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টীফান টুডু। সভাপতিত্ব করেন বেলাশিষ হেমরম।
সভায় বক্তারা বলেন, মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে শিক্ষা একটি অন্যতম অধিকার। এই অধিকার থেকে আদিবাসী জনগোষ্ঠী এক সময় অনেক পিছিয়ে ছিলো, কালের আবর্তে তা উত্তোরণের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেদিন আর দূরে নয়, যেদিন আদিবাসীরা ১০০% স্বাক্ষরতায় পৌঁছে যাবে। পরিশেষে আগামী দিনগুলো মঙ্গল ও কল্যানময় কামনা করে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।