[caption id="attachment_393" align="alignnone" width="1222"]
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:[/caption]
চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫ এর সদস্যরা। সোমবার দিবাগত রাতে জেলার সদর উপজেলা ডালিমবাড়ীয়া এলাকার একটি আম বাগানে অভিযান চালিয়ে ফেলে যাওয়া ব্যাগ থেকে হেরোইন উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব। বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাবের গোয়েন্দা তথ্যতে ভিত্তিতে মাদকের একটি বড় চালান চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে ঢুকবে, এমন খবরের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল ওই এলাকায় নজরদারি শুরু করে, এসময় র্যাবের উপস্থিত টের পেয়ে হেরোইনের ব্যাগটি ফেলে দৌড়ে পালিয়ে যায় ওই মাদক কারবারি। আর ফেলে যাওয়া ব্যাগ থেকে ১ কেজি ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ব্যপারে উদ্ধারকৃত হেরোইন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাব।