চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত
গৌরব ঐতিহ্য আত্মত্যাগ ও অগ্রযাত্রা স্লোগানে দীর্ঘ ১৫ বছর পর পুলিশি বাধা ছাড়াই বর্ণনাট্য রেলি র্যালি ও জাঁকজমক ভাবে মিছিল এবং সমাবেশের মধ্য দিয়ে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
বুধবার ১ই জানুয়ারি বেলা ১১ টায় শহরের পাঠানপাড়া মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে হাজারো নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ মিম ফজলে আজিম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোঃ হারুনুর রশিদ হারুন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তৌসিফুল ইসলাম তসি, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম জেলা যুবদলের আহ্বায়ক মোঃ তবিউল ইসলাম তারিফ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সারোয়াদ জাহান, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন আরাফাত, ছাত্রনেতা মোঃ ওমর ফারুক রানা, মোঃ সাদ্দাম সাকিব লিপু, মোবারক, আজগার সহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এ সময় নেতারা দলকে সুসংগঠিত করার পাশাপাশি আগামীতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিজয়ের জন্য সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।