প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১১:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৫, ১০:৪৮ পি.এম
চাঁপাইনবাবগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের সহযোগী নিহত
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের সহযোগী সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোববার সকালে সদর উপজেলার দ্বারিয়াপুর নতুন ট্রাক টার্মিনাল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। নিহিত সাদ্দাম রাজশাহী জেলার পবা উপজেলার হাট রামচন্দ্রপুর ডাঙ্গিরপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ মতিউর রহমান জানান, সকাল ৬ টার দিকে দ্বারিয়াপুর নতুন ট্রাক টার্মিনাল সংলগ্ন পাকা রাস্তায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে একটি ট্রাক চালকের সহযোগী সাদ্দাম হোসেন নিহত হয়েছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে । আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.