প্রতিনিধি 13 March 2025 , 3:42:15 প্রিন্ট সংস্করণ
মোঃ সানাউল ইসলাম সোহাগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলায় জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের টানা দুই দিনের অভিযানে লাইসেন্সবিহীন ৪টি ইটভাটা ফায়ার সার্ভিসের সাহায্যে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। সেই সঙ্গে ভাটা ৪টিকে ১ লাখ ৯০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলায় জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের টানা দুই দিনের অভিযানে লাইসেন্সবিহীন ৪টি ইটভাটা ফায়ার সার্ভিসের সাহায্যে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। সেই সঙ্গে ভাটা ৪টিকে ১ লাখ ৯০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব ও গতকাল বুধবারের (১২ মার্চ) অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের দাদনচক আদিনা ফজলুল হক সরকারি কলেজ মোড় এলাকায় মেসার্স আরপিবি ও মেসার্স ভাটা ব্রিকসে অভিযান পরিচালনা করা হয়।
গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মরাপাগলা এলাকায় মেসার্স টাইগার ও মেসার্স নিউস্টার-২ ব্রিকসে অভিযান চালানো হয়।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাইদ বলেন, ‘আজ বৃহস্পতিবার শিবগঞ্জের আরপিবি ব্রিকসকে ৫০ হাজার, ভাটা ব্রিকসকে ১ লাখ এবং গতকাল বুধবার সদরের ভাটা দুটিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। এসব ভাটার ইট পোড়ানো ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় অভিযান চালানো হয়।