প্রতিনিধি 25 October 2024 , 7:54:19 প্রিন্ট সংস্করণ
আনোয়ার হোসেন,
গোমস্তাপুর উপজেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার মহানন্দা নদী থেকে এক দশম শ্রেণির ছাত্রের
লাশ উদ্ধারের ঘটনায় মানববন্ধন করেছে হিন্দু ধর্মের অনুসারীরা
আজ বৃহস্পতিবার(২৪ অক্টোবর) সকাল ১০.০০ঘটিকার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপস্থিত হয় রহনপুর পৌর এলাকার হিন্দু ধর্মের লোকজন এ মানববন্ধনের আয়োজন করে।এতে বক্তব্য রাখেন,গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক,সুমন কুমার সাহা, রহনপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোতোষ চক্রবতী,সাধারণ সম্পাদক মিঠু সরকার, শ্রী গৌতম রায়,সুবোধ দাস সহ অনেকে মানববন্ধনে বক্তারা খয়রাবাদ হাজী সদর আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তন্ময়ের হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
প্রসঙ্গত: গত ১৩ অক্টোবর ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তন্ময়(১৭) নিখোঁজ হয়। নিখোঁজের চারদিন পর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদবপুর ঘাটে মহানন্দা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। তার পরিবার দাবি করেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।